বিজনেস ওয়ার্কশপ হচ্ছে অনলাইন বিজনেসের One Stop সলিউশন

একটি সাকসেসফুল বিজনেস শুরু করার জন্য যাবতীয় রিসোর্স বিজনেস ওয়ার্কশপে পাবেন

Business Workshop প্রোগ্রামটিতে যা যা পাচ্ছেন

eCommerce Website

অনলাইনে বিজনেস করতে গেলে যে জিনিস টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো একটি প্রফেশনাল ওয়েবসাইট। Fully Functional একটি ওয়েবসাইট তৈরি করতে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা প্রয়োজন হয়।

Business Workshop মেম্বারদের সম্পূর্ণ ফ্রিতে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করি দিব।

Dedicated Support​

প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত Zoom কলে জয়েন করে Expert দের থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন​

Business Workshop মেম্বাদের জন্য ৩ ধরনের Dedicated Support রয়েছে। ১। Meta Marketing Team ২। Web Development Team ৩। eCommerce Consultant Team । প্রতিটি টিমে ৪ থেকে ৫ জন করে Expert জুমে কানেক্ট থাকে।

Dedicated Key Account Manager

বিজনেস ওয়ার্কশপ মেম্বারদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে তাদের প্রত্যেকের জন্য একজন করে Dedicated Support Executive এস্যাইন করা হয়। যার কাজ হচ্ছে সার্বক্ষণিক Workshop Member এর সাথে যোগাযোগ রাখা এবং যেকোনো সমস্যার Instant সমাধান নিশ্চিত করা

Digital Marketing Consultancy

ই-কমার্স বিজনেসের ভালো রেজাল্ট এর জন্য বিভিন্ন মার্কেটিং এজেন্সির সার্ভিস নেয়ার প্রয়োজন হয়। কিন্তু Business Workshop মেম্বারদের জন্য আমরা ৫ মাস ডিজিটাল মার্কেটিং কনসাল্টেন্সি প্রোভাইড করি।

এই সার্ভিস টি Workshop Member ছাড়া অন্যান্য ক্লায়েন্টরা আমাদের এজেন্সি থেকে নিতে চাইলে প্রতিমাসে ২০ হাজার টাকার বেশি পেমেন্ট করতে হয়।

Exclusive Course

Business Workshop মেম্বারদের জন্য Business Fundamental, Digital Marketing এবং Web Development সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ টির বেশি Exclusive Course প্রোভাইড করা হয়।

যা Workshop মেম্বাররা লাইফটাইম এক্সেস করার সুযোগ পাবে। নোটঃ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যুক্ত করতে থাকব।

Additional Premium Course

Fahmid Al Nayem এর কোর্স ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এক্সপার্ট মেন্টরদের কোর্স প্রোভাইড করা হবে। যেনো Workshop মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আলাদা কোনো কোর্স কিনতে না হয়।

এখানেও প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যুক্ত হতে থাকবে। যা Workshop মেম্বাররা Lifetime এক্সেস করতে পারবে।

Premium Tools

একটি ওয়েবসাইট বিল্ড করতে যে সকল premium tools প্রয়োজন হবে সেগুলো workshop member দের ফ্রীতে দেয়া হবে। আমাদের এজেন্সির জন্য বিভিন্ন টুলস এর Unlimited License কিনতে হয়।
Business Workshop মেম্বারদের দের ওয়েবসাইটে এই টুলস গুলো আমরা যুক্ত করে দিব।

Bonus Essential Software

একটি বিজনেস সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের Business Managemet Software প্রয়োজন হয়। এই সফটওয়্যার গুলো অনেক Expensive হয়ে থাকে।
কিন্তু Workshop মেম্বারদেরকে এই সফটওয়্যার গুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি যেমন Inventory Management Software, Order Management Software, CRM Software ইত্যাদি।

বিজনেসে ওয়ার্কশপ Success Story

ইতিমধ্যে আমরা ৫০ টিরও বেশি সাকসেস স্টোরি রেকর্ড করেছি। এছাড়াও আমাদের Workshop প্রোগ্রামে ৩০০ এর অধিক উদ্যোক্তা সাকসেসফুল হয়েছে যাদের Success Story ধারাবাহিক ভাবে শেয়ার করতে থাকবো।

Scroll to Top