বিজনেস ওয়ার্কশপ মেম্বারদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে প্রত্যেক গ্রুপের জন্য একজন করে Dedicated Support Executive অ্যাসাইন করা হয়।
আমাদের এক্সিকিউটিভরা সার্বক্ষণিক Workshop Member-এর সঙ্গে যোগাযোগ রাখে এবং যেকোনো সমস্যার instant solution নিশ্চিত করে। ফলে, আপনি সবসময় থাকবেন একজন এক্সপার্ট এর সরাসরি নজরদারির আওতায়।
Continuity of Priority Support
সাপোর্ট রিনিউ করার মাধ্যমে আপনি আগের মতোই প্রাধান্যভিত্তিক সাপোর্ট পাবেন।
নতুন করে শুরু করতে হবে না, বরং যেভাবে আপনি এখন পর্যন্ত সাপোর্ট পেয়ে এসেছেন, ঠিক সেভাবেই আপনার জন্য সব সুবিধা নিশ্চিত থাকবে—এমনকি আরও উন্নত মানে।
One to One Live Zoom Support
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত Zoom কলে জয়েন করে Expert টিম থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন
Business Workshop মেম্বাদের জন্য ৩ ধরনের Dedicated Support রয়েছে। ১। Meta Marketing Team ২। Web Development Team ৩। eCommerce Consultant Team । প্রতিটি টিমে ৪ থেকে ৫ জন করে Expert জুমে কানেক্ট থাকে।
Meta Ad Dedicated Support
ফেসবুক বা মেটা অ্যাড নিয়ে যেকোনো ধরণের সমস্যা হলে, আপনি আমাদের Meta Expert Team-এর সাথে One to One Zoom কলে কানেক্ট হয়ে সমস্যার সমাধান জানতে পারবেন।
Audience Targeting, Budget Planning, Ad Policy, Restricted Issue – যেকোনো বিষয়েই থাকছে এক্সপার্ট লেভেলের হেল্প।
ওয়েবসাইট পরিচালনার সময় যেকোনো ধরণের টেকনিক্যাল ইস্যু হলে, সেটা দ্রুত সমাধানের জন্য আপনি আমাদের Web Support Team-এর সাথে Zoom-এ কানেক্ট হয়ে সরাসরি সহায়তা নিতে পারবেন।
Theme Issue, Speed Optimization, Technical Bug – সবকিছুর জন্যই থাকছে Dedicated Web Support।
Business Consultancy Support
বিজনেস পরিচালনার সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়।
এই সিদ্ধান্তগুলো যেন সঠিক হয়, সেজন্যই থাকছে আমাদের Business Consultancy Team।
এই টিমের সাথে Zoom কলে যুক্ত হয়ে আপনি যেসব বিষয়ে পরামর্শ নিতে পারবেনঃ Niche Selection, Cashflow Model, Business Growth Strategy, Ad Content Making Guideline, Content Review & Feedback.
Digital Marketing Consultancy
বিজনেসের নিশ সিলেকশন, ক্যাশফ্লো, বিজনেস গ্রোথ স্ট্র্যাটিজি, এড কনটেন্ট মেকিং গাইডলাইন এবং কনটেন্ট চেক সহ ই-কমার্স বিজনেস পরিচালনায় যাবতীয় সমস্যার সমাধান নিয়ে আমাদের Business Consultancy Support Team এর সাথে সরাসরি জুমে কানেক্ট হয়ে সমাধান নিতে পারবেন।
Community Support
আপনি পাচ্ছেন আমাদের নিজের তৈরি কমিউনিটির এক্সেস।
এই কমিউনিটিতে আপনার মতো অনেক উদ্যোক্তা আছেন, যারা একে অপরকে সাহায্য করেন, প্রশ্ন করলে উত্তর দেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং দরকার হলে সমাধানও দিয়ে থাকেন। এবং পাশাপাশি কমিউনিটিতে আমাদের টিম থেকে এক্সপার্টরও আপনার সমস্যার সমাধান প্রদান করে থাকেন।
এই কমিউনিটিতে থাকলে আপনি কখনো একা নন—আপনার পাশে থাকবে আরও অনেক সক্রিয় উদ্যোক্তার একটা দল।