বিজনেস ওয়ার্কশপে প্রথমেই আমরা যেটা করবো সেটা হলো মেম্বারদেরকে ৩ টি আলাদা গ্রুপে ভাগ করে নিব। যারা একদম নতুন বিজনেস শুরু করবে তাদেরকে Business Setup গ্রুপে যুক্ত করা হবে এবং বিজনেস সেটআপের ব্যাপারে গাইড করা হবে। যখন Business Setup Complete হয়ে যাবে তখন ঐ মেম্বারকে প্রোমোট করে Business Run এর নতুন গ্রুপে যুক্ত করা হবে। Business Run এর মেম্বারদের আমরা গাইড করবো যেনো তারা মান্থলি ২ থেকে ৩ লাখ টাকা সেল জেনারেট করতে পারে। যখন ঐ মেম্বার প্রতি মাসে কয়েক লাখ টাকা সেল করতে সক্ষম হবে তখন তাকে Promote করে Business Scale এর নতুন গ্রুপে যুক্ত করা হবে। Business Scale এ আমরা গাইড করব কিভাবে আপনার সেলস বাড়াবেন এবং নেট প্রফিট Increase করবেন।
অনলাইনে বিজনেস করতে গেলে যে জিনিস টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো একটি প্রফেশনাল ওয়েবসাইট। Fully Functional একটি ওয়েবসাইট তৈরি করতে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা প্রয়োজন হয়।
Business Workshop মেম্বারদের সম্পূর্ণ ফ্রিতে আমরা একটি ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করি দিব।
Dedicated Support
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত Zoom কলে জয়েন করে Expert দের থেকে সরাসরি সাপোর্ট নিতে পারবেন
Business Workshop মেম্বাদের জন্য ৩ ধরনের Dedicated Support রয়েছে। ১। Meta Marketing Team ২। Web Development Team ৩। eCommerce Consultant Team । প্রতিটি টিমে ৪ থেকে ৫ জন করে Expert জুমে কানেক্ট থাকে।
Dedicated Key Account Manager
বিজনেস ওয়ার্কশপ মেম্বারদেরকে ছোট ছোট গ্রুপে ভাগ করে তাদের প্রত্যেকের জন্য একজন করে Dedicated Support Executive এস্যাইন করা হয়। যার কাজ হচ্ছে সার্বক্ষণিক Workshop Member এর সাথে যোগাযোগ রাখা এবং যেকোনো সমস্যার Instant সমাধান নিশ্চিত করা
Digital Marketing Consultancy
ই-কমার্স বিজনেসের ভালো রেজাল্ট এর জন্য বিভিন্ন মার্কেটিং এজেন্সির সার্ভিস নেয়ার প্রয়োজন হয়। কিন্তু Business Workshop মেম্বারদের জন্য আমরা ৫ মাস ডিজিটাল মার্কেটিং কনসাল্টেন্সি প্রোভাইড করি।
এই সার্ভিস টি Workshop Member ছাড়া অন্যান্য ক্লায়েন্টরা আমাদের এজেন্সি থেকে নিতে চাইলে প্রতিমাসে ২০ হাজার টাকার বেশি পেমেন্ট করতে হয়।
Exclusive Course
Business Workshop মেম্বারদের জন্য Business Fundamental, Digital Marketing এবং Web Development সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৫ টির বেশি Exclusive Course প্রোভাইড করা হয়। যা Workshop মেম্বাররা লাইফটাইম এক্সেস করার সুযোগ পাবে। নোটঃ এখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যুক্ত করতে থাকব।
Additional Premium Course
Fahmid Al Nayem এর কোর্স ছাড়াও বাংলাদেশের বিভিন্ন এক্সপার্ট মেন্টরদের কোর্স প্রোভাইড করা হবে। যেনো Workshop মেম্বারদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য আলাদা কোনো কোর্স কিনতে না হয়। এখানেও প্রতিনিয়ত নতুন নতুন কোর্স যুক্ত হতে থাকবে। যা Workshop মেম্বাররা Lifetime এক্সেস করতে পারবে।
Winning Product
প্রতি মাসে ১ টি করে Winning Product শেয়ার করা হবে এবং ঐ প্রোডাক্ট সোর্সিং সহ ফেসবুক এড টার্গেটিং সবকিছুই প্রোভাইড করা হবে। যেনো নতুনদের প্রোডাক্ট টেস্ট করার পিছনে অনেক বড় Amount Invest করতে না হয়।
Product Sourcing Facility
Business Workshop মেম্বারদের জন্য আমরা ইতিমধ্যে একটি Wholesale প্ল্যাটফর্ম তৈরি করেছি।যেখান থেকে খুব সহজেই প্রোডাক্ট সোর্সিং করা যাবে।
প্রোডাক্টের পাশাপাশি আমরা প্রফেশনাল কন্টেন্ট যেমন ছবি এবং ভিডিও প্রোভাইড করবো। যেনো কোনো প্রকার ঝামেলা ছাড়াই Workshop মেম্বাররা প্রোডাক্টের বিজ্ঞাপন শুরু করতে পারে।
Premium Tools
একটি ওয়েবসাইট বিল্ড করতে যে সকল premium tools প্রয়োজন হবে সেগুলো workshop member দের ফ্রীতে দেয়া হবে। আমাদের এজেন্সির জন্য বিভিন্ন টুলস এর Unlimited License কিনতে হয়।
Business Workshop মেম্বারদের দের ওয়েবসাইটে এই টুলস গুলো আমরা যুক্ত করে দিব।
Bonus Essential Software
একটি বিজনেস সঠিকভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের Business Managemet Software প্রয়োজন হয়। এই সফটওয়্যার গুলো অনেক Expensive হয়ে থাকে। কিন্তু Workshop মেম্বারদেরকে এই সফটওয়্যার গুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি যেমন Inventory Management Software, Order Management Software, CRM Software ইত্যাদি।
বিজনেসে ওয়ার্কশপ Success Story
ইতিমধ্যে আমরা ৫০ টিরও বেশি সাকসেস স্টোরি রেকর্ড করেছি। এছাড়াও আমাদের Workshop প্রোগ্রামে ৩০০ এর অধিক উদ্যোক্তা সাকসেসফুল হয়েছে যাদের Success Story ধারাবাহিক ভাবে শেয়ার করতে থাকবো।
অনেকের স্কিল থাকা সত্ত্বেও অতিরিক্ত Competion এর জন্য Freelancing সেক্টরে ভালো করতে পারে না। কিন্তু Workshop মেম্বারদের জন্য আমরা নিজস্ব লোকাল একটি মার্কেটপ্লেস তৈরি করেছি। এই মার্কেটপ্লেসে খুব সহজেই তাদের বিভিন্ন সার্ভিস সেল করতে পারবে।
Build Digital Agency
একটি এজেন্সির সবচেয়ে বেশি Investment প্রয়োজন হয় Employee দের স্যালারিতে। যাদের Investment কম তারা এখানে একটি বড় বাধার সম্মুখীন হয়। কিন্তু Workshop মেম্বারদের জন্য আমরা একটি Drop Service Platform তৈরি করেছি। এই প্ল্যাটফর্ম থেকে যেকোনো ডিজিটাল সার্ভিস White লেভেল সহ কিনে তার ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতে পারবে।
Job Opportunity
এই ওয়ার্কশপে আপনাকে যে স্কিল গুলো শেখানো হবে যদি আপনি এই স্কিল গুলোর উপর ভালো নলেজ Gain করতে পারেন, তাহলে আমাদের এজেন্সিতে জব করার সুযোগ থাকবে । এছাড়াও আপনার সিভি আমাদের Job Placement Team বিভিন্ন কোম্পানিতে রেফার করবে ।
Investment Opportunity
আপনার Investment যদি কম থাকে কিন্তু স্কিল এবং সলিড বিজনেস প্ল্যান থাকে তাহলে আমরা আপনার বিজনেসে Investment পেতে হেল্প করবো। নোট ২০২৫ সালে আমি নিজেও ১০০ টি নতুন বিজনেসে Invest করার প্ল্যান করেছি।
বিজনেস ওয়ার্কশপে জয়েন হতে হলে কোন কোন বিষয় জানা থাকতে হবে ?
আপনি যদি পিসি বা মোবাইল সঠিক ভাবে ব্যবহার করতে জানেন তাহলেই বিজনেস ওয়ার্কশপে জয়েন করতে পারবেন। অন্যান্য স্কিল ডেভেলপ করার জন্য ওয়ার্কশপে ১৫+ প্রিমিয়াম কোর্স আপনাকে দেওয়া হবে।
মিনিমাম কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন ওয়ার্কশপে জয়েন করার জন্য ?
আমরা বিজনেস ওয়ার্কশপে এমন ভাবে ডিজাইন করেছি যেনো যে কেউ খুব অল্প পুজিতেও বিজনেস শুরু করতে পারে। আপনার ইনভেস্টমেন্ট ২০ থেকে ৩০ হাজার টাকা হলেও শুরু করতে পারবেন।
বিজনেস ওয়ার্কশপে কি ফ্রিলান্সাররা জয়েন করতে পারবেন?
হ্যা অবশ্যই পারবে। যারা ফ্রিলান্সিং করছে বা করতে চায় তাদের জন্য Dedicated একটি কোর্স থাকবে। ঐ কোর্সে লাইভ দেখানো হবে কিভাবে এজেন্সি তৈরি করতে হয় এবং মার্কেট প্লেসের বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়।
ল্যাপটপ বা কম্পিউটার না থাকলে কি বিজনেস ওয়ার্কশপে জয়েন করা যাবে?
না, বিজনেস ওয়ার্কশপে জয়েন করতে হলে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার থাকতে হবে।
বিজনেস ওয়ার্কশপে জয়েন হওয়ার কতদিন পর থেকে ইনকাম শুরু করতে পারবো
কতদিন পর থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন এই বিষয়টা আপেক্ষিক। বেশ কিছু মেট্রিক্সের উপর ডিপেন্ড করে যেমন আপনার স্কিল কোন পর্যায়ে আছে, আপনার ইনভেস্টমেন্ট সাইজ কেমন, এই বিজনেসের পিছনে আপনার ডেডিকেশন কেমন ইত্যাদি। কারন দেখবেন অনেকে ওয়ার্কশপ মেম্বারাই জয়েন হওয়ার ২/১ মাসের মধ্যেই ইনকাম শুরু করেছেন আবার কেউ ১ বছরেও কিছু করতে পারছেন না। উভয়ের ক্ষেত্রেই আমাদের সাপোর্ট সমপরিমান থাকে। কোনো ধরনের কমতি থাকে না। মোট কথা হচ্ছে আমরা নির্দিষ্ট করে কোনো প্রকার নিশ্চয়তা দিচ্ছি না যে আপনি কত দিন পর ইনকাম করতে পারবেন। এটা পুরোটাই আপনার চেষ্টার উপর ডিপেন্ড করে।
ওয়েবসাইট নিতে গেলে আপনাদেরকে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে?
না, আমাদের থেকে ওয়েবসাইট নেয়ার জন্য বাড়তি কোনো টাকা দেয়ার প্রয়োজন হয় না। নোটঃ ওয়েবসাইট পরিচালনা করার জন্য আরও দুটি জিনিস দরকার হয় যেমন ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হচ্ছে অনেকটা ট্রেডলাইসেন্স এর মত। ১ বছরের জন্য প্রায় ১০ ডলার দিয়ে Namecheap থেকে কিনতে হয়। আর হোস্টিং ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটে কি পরিমান ভিজিটর আসছে বা অর্ডার করছে তার উপর। এই গুলো আপনি নিজে কিনবেন অথবা চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা পারচেজ করতে হেল্প করবো।
বিজনেস ওয়ার্কশপ মেম্বার সবাই কি Investment পাবে ?
সবার বিজনেসে Investment এর নিশ্চয়তা আমি দিচ্ছিনা। তবে যাদের বিজনেস Concept সলিড স্কিল থাকবে তাদের বিজনেসে Investment পেতে সর্বোচ্চ সহযোগিতা করবো।
ওয়ার্কশপে জয়েন করলেই সফল বিজনেস তৈরি করতে পারবো এমন কোনো গ্যারান্টি রয়েছে?
না এমন গ্যারান্টি নেই । তবে সফল বিজনেস তৈরি করার জন্য সকল ধরনের সাপোর্ট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে। আপনি সে অনুযায়ী কাজ করলে অবশ্যই একটি সফল বিজনেস বিল্ড করতে পারবেন ইনশাআল্লাহ। কারন বাংলাদেশ মার্কেটে অন্যান্য যে এজেন্সি বা কোর্স রয়েছে তাদের থেকে আমাদের সাপোর্ট সিস্টেম কয়েক গুন উন্নত এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তাই আমাদের মেম্বাদের Success Rate আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়। যদি আপনি বিজনেস ওয়ার্কশপের সাকসেস স্টোরি এবং স্টুডেন্ট ফিডব্যাক/ রিভিও গুলো দেখে থাকেন তাহলে মোটামুটি একটা ধারনা পেয়ে যাবেন।